মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় আরো কমেছে। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৯ হাজার তিন শ’ জন। মারা গেছেন ৫৩৯ জন।

এর আগে রোববার করোনায় আক্রান্ত হয়েছিলেন চার লাখ ২৮ হাজার ২০৫ জন। মারা গিয়েছিলেন ৮২৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫২৮ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৯১৫ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ২৫ লাখ পাঁচ হাজার ৫৯০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৭ লাখ ১৬ হাজার ২১৪ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৭৩ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৭৪৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬১১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি নয় লাখ ৫৩ হাজার ৫৭৯ জন। ছয় লাখ ৬৬ হাজার ৪৯৬ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877