মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় : দীপু মনি

স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় : দীপু মনি

স্বদেশ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায়। বাংলার মানুষ তাদের প্রতিহত করবে, যারা শিক্ষার প্রাঙ্গণকে রক্তাক্ত করতে চায়।

আজ রোববার সকাল ১১টায় চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, এক ধরনের অরাজকতা তৈরি করতে চায়, এমন পরিস্থিতি আমরা কখনোই হতে দেব না। কারণ শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে চলছে, দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে অন্যায় সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা করছে। তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার, কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877