শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ, মৃত দেড় সহস্রাধিক

করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ, মৃত দেড় সহস্রাধিক

স্বদেশ ডেস্ক;

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় নয় লাখ মানুষ। আর মারা গেছেন দেড় সহস্রাধিক।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি নয় লাখ ৫১ হাজার ২৩ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ নয় হাজার ৭২২ জন।

আর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ কোটি ১৫ লাখ ৪১ হাজার ৩৯২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৪৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২১৮ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৫০ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫৭২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি নয় লাখ ২১ হাজার ১৪৫ জন। ছয় লাখ ৬৬ হাজার ৩৬৫ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877