স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্যারিয়ারে এতদিন যা হয়নি, এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন তামিম ইকবাল। এক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি প্রথমবারের মতো।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। আউট হয়েছিলেন ফার্নান্দোর বলে জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে।
এবার দ্বিতীয় ইনিংসেও ডাক মারলেন। ফিরলেন শূন্য রানে। এবার বল খেলেছেন ১১টি। আউট হন প্রথম ইনিংসের মতো ফার্নান্দোর বলেই। ক্যাচ দেন মেন্ডিসের হাতে। তিনবারের চেষ্টায় বল মুঠোয় জমাতে পারেন কুসল মেন্ডিস। প্রথমে বলে পড়ে তার বুকে, তাই কিছুটা ব্যথাও পান তিনি।
তামিমের বিদায়ের পর টিকতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ১১ বলে দুই রান করে তিনি হন রান আউট। অফ ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক এবারো ফ্লপ। রাজিথার বলে উইকেটের পেছনে ডিকভেলার কাছে ক্যাচ দেন তিনি শূন্য রানে। বল খেলেছেন দুটি। ২ রান করে ফিরে গেছেন তিনে নামা নাজমুল হোসেন শান্তও।
দ্বিতীয় ইনিংসে ৩৪ রান তুলতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ। প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা করেছে ৫০৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬৫ রান।