বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রথম সেশনে ২ উইকেট, ম্যাথুজ-ধনাঞ্জয়ে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২

স্বদেশ ডেস্ক:

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম সেশনের খেলা। এই সেশনে বাংলাদেশের সাফল্য দুই উইকেট। খেলা হয়েছে ২৪.১ ওভার। লঙ্কানরা তুলেছে ৬৭ রান। ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন।

আগের দিনের ২ উইকেটে ১৪৩ রান নিয়ে এদিন মাঠে নামে শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় বলেই সাফল্য পায় বাংলাদেশ। নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে ফেরান ইবাদত হোসেন। অফ স্টাম্পের ওপর লেংথ বলের লাইন মিস করলেন রাজিথা। তার ব্যাট ফাঁকি দিয়ে বল ছোবল দিল তার অফ স্টাম্পে। বল হাতে ৫ উইকেট শিকারি রাজিথা ব্যাট হাতে ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।

সেঞ্চুরির পথে হাঁটছিলেন তখন দিমুথ করুনারত্নে। সাকিবের দারুণ ডেলিভারিতে বোল্ড হন লঙ্কান অধিনায়ক। ৫৬তম ওভারের শেষ বলটি রাউন্ড দা উইকেট থেকে করেন সাকিব। অফ স্টাম্পের ওপর ঝুলিয়ে দেয়া বল এক পা এগিয়ে খেলেন করুনারত্নে। কিন্তু শেষ মুহূর্ত বল ড্রিফট করায় ব্যাটে খেলতে পারেননি তিনি। মিস করে ফেলেন বলের লাইন, হয়ে যান বোল্ড। আর তাতে ভাঙে করুনারত্নের প্রতিরোধ। ৯ চারে ১৫৫ বলে ৮০ রান করেন বাঁহাতি এই ওপেনার।

অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা। এ জুটিতেই প্রথম সেশন শেষ করেছে দলটি। ২৫ রানে ম্যাথুজ ও ৩৯ রানে ধনাঞ্জয়া ব্যাট করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ