বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

ঐক্যবদ্ধ নিউ ইংল্যান্ড আ’লীগের প্রস্তুতি সভা

ঐক্যবদ্ধ নিউ ইংল্যান্ড আ’লীগের প্রস্তুতি সভা

হাকিকুল ইসলাম খোকন (বোস্টন): বোস্টনের ১১৭৫-এ সোলজার ফিল্ড রোডে ঐক্যবদ্ধ নিউ ইংল্যান্ড আ’ লীগের আহ্বায়ক কমিটির এক সভা ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য রাখেন যথাক্রমে: ওসমান গনি, মাহফুজুর রহমান, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, মিশা রহমান, অনুপম দেব, মোহাম্মদ সাহাবুদ্দিন, সিরাজুম মুনির, সালাহ উদ্দিন খান সৈকত,জিয়াউল হাসান, শহীদুল ইসলাম রনি, সাজ্জাদুর রহমান, মোহাম্মদ শহীদ, সবুজ বড়ুয়া।
আগামী ১৮ই আগস্ট, রবিবার, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহ্ত্তর বোস্টনের কেমব্রিজ ৩৬৪ রিঞ্জ এভিনিউতে জাতীয় শোক দিবস পালন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে থাকবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের নিহত সকল সদস্যসহ ১৫ আগস্টের কালো রাতে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মুনাজাত, জাতীয় শোক দিবসের বিশেষ তথ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং নৈশ ভোজ। অনুষ্ঠানে যোগদানের জন্য নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী সমর্থক সহ প্রবাসী সকলের প্রতি বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877