স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, রাশিয়ার সঙ্গে তারা আপস করবেন না এবং কোনো ভূখণ্ডও ছেড়ে দেবেন না। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
ওলেক্সি আরেস্টোভিচ বলেন, এ সঙ্কটের সমঝোতার একমাত্র বিকল্প পথ হলো রাশিয়ার আত্মসমর্পণ, সেনা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা। এটি ইউক্রেন সরকারের নীতিগত অবস্থান।
আরেস্টোভিচ বলেন, তিনি বিশ্বাস করেন যে কিছু দেশ মিনস্ক চুক্তির পুনরাবৃত্তি চায়, যা ২০১৪ সাল থেকে ইউক্রেনের দোনবাস অঞ্চলে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হয়েছিল। তবে তিনি বলেন, যদিও কিছু দেশ আলোচনার চেষ্টা করবে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ এবং হতাহত হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ।