স্বদেশ ডেস্ক:
টিটিইকে বরখাস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ সোমবার সকালে পশ্চিম অঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শাহিদুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম। সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম।
প্রতিবেদন পাওয়ার পর পশ্চিম অঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তিন সদস্যদের তদন্ত কমিটির তদন্তে টিটিই শফিকুল সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। টিটিই শফিকুল ইসলামের যাত্রীদের সঙ্গে অসদাচরণের বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, গার্ড শরিফুল বিনা টিকিটের যাত্রীদের সহযোগিতা করে টিটিই শফিকুল ইসলামের বিরূদ্ধে অভিযোগ দায়ের করিয়েছেন। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে শরিফুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
টিটিইকে বরখাস্তের ব্যাপারে ডিআরএম শাহিদুল ইসলাম বলেন, রেলমন্ত্রীর স্ত্রী রেলওয়ের কোনো কর্মকর্তা নয়, তার কথায় টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের সিদ্ধান্ত ডিসিও নাসির উদ্দিনের সঠিক ছিল না। এ ব্যাপারে তাকে সাত দিনের শোকজ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তার জবাব দেওয়ার শেষ দিন।
এদিকে, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনো অপরাধ করেছিলাম না। সত্যের জয় হয়েছে। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। সঠিক তদন্তের জন্য তদন্ত কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘