স্বদেশ ডেস্ক:
বাংলাদেশকে ‘কোভিড-১৯ টিকার সাফল্যের গল্প’ হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘের শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের টিকা দেওয়ার হার বেড়েছে দ্রুত। এ তালিকায় পেরু, ভিয়েতনাম এবং ফিলিপাইনও আছে।
ইউনিসেফ বলেছে, ২০২১ সালের জুনে যখন ঢাকায় কোভ্যাক্স আসে, তখন প্রাপ্তবয়স্কদের মধ্যে চার শতাংশেরও কম বাসিন্দাকে টিকা দেওয়া হয়েছিল। এক বছরেরও কম সময়ের মধ্যে সংখ্যাটা নাটকীয়ভাবে বেড়েছে এবং ইউনিসেফের মতে, ওই বছরের এপ্রিলের শুরুতে, বাংলাদেশের জনসংখ্যার ৬৭ শতাংশ দুই ডোজের আওতায় এসেছে।
অন্যদিকে, নিক্কেই-এর কোভিড-১৯ পুনরুদ্ধার সূচকেও বিশ্বের ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ আট ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে। ওই তালিকার দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ষষ্ঠ, পাকিস্তান ২৩, শ্রীলঙ্কা ৩১ ও ভারত ছিল ৭০তম।