বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি ভোটে যেসব নির্দেশনা দিল ইসি

কুমিল্লা সিটি ভোটে যেসব নির্দেশনা দিল ইসি

স্বদেশ ডেস্ক

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে নয় দফা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব নির্দেশনা জারি করা হয়। বিবৃতিতে বলা হয়-মেয়র, কাউন্সিলর পদ প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

১. মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনও প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না;
২. প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না;
৩. প্রতীক বরাদ্দের পূর্বে কোনও প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না;
৪. প্রচারকালে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনও প্রকার জনসভা বা শোভাযাত্র করতে পারবেন না;
৫. প্রচারের জন্য নির্ধারিত পোস্টার সাদা-কালো রঙের হতে হবে এবং সেটির আয়তন ৬০ ও ৪৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না;
৬. নির্বাচনী প্রচারণায় কোনও প্রতদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে পারবে না। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবেন;
৭. মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেক থানাধীন এলাকায় একটি করে সর্বোচ্চ দুটির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না এবং কাউন্সিলর প্রার্থীগণ একটির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না;
৮. নির্বাচনী প্রচারণায় কোনও প্রকার গেইট, তোরণ, আলোকসজ্জা করতে পারবেন না;
৯. এছাড়াও সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬ এর অন্যান্য বিধি-বিধান অনুসরণপূর্বক নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877