স্বদেশ ডেস্ক:
চীনে তিব্বত এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। বৃহস্পতিবার চংকিং জিয়াংবেই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১১৩ জন যাত্রী ও নয়জন ক্রু ছিল।
তিব্বত এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ‘বৃহস্পতিবার একটি ফ্লাইট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নাইচিংয়ে রওনা হচ্ছিলো। এ সময় ‘অস্বাভাবিকতা’ ধরা পড়লে দ্রুত ফ্লাইটটি বাতিল করা হয়। ততক্ষণে বিমান রানওয়ে’তে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। বিমানের সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’
এয়ারলাইন্স থেকে আরো জানানো হয়, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে আহত সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিমানটিতে আগুন জ্বলছে আর যাত্রীরা আতঙ্কিত হয়ে বিমান থেকে বের হয়ে আসছে।
চংকিং জিয়াংবেই বিমানবন্দর জানায়, ফ্লাইট টিভি৯৮৩৩ উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের বামদিকে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি