স্বদেশ ডেস্ক:
মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাত লাখ ৬১৮ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৬২০ জন।
২৪ ঘণ্টায় মারা গেছেন দুই হাজার ৭০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৮০ হাজার ২৩৩ জন।
অপরদিকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত লাখ ১৯ হাজার ১৪ জন। মোট সুস্থ মানুষের সংখ্যা ৪৭ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ১৪৩ জন।
এর আগে সোমবার আক্রান্ত হয়েছিলেন চার লাখ ৭৭ হাজার ৫৫১ জন। মারা গিয়েছিলেন এক হাজার ৬৪১ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৭৬০ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৫ হাজার ১০৪ জন।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ১০ হাজার ১৮৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ১০৩ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৫৯ লাখ চার হাজার ৩৮৮ জন। ছয় লাখ ৬৪ হাজার ৪৪৩ জন মারা গেছেন।