স্বদেশ ডেস্ক:
আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে গত ৬ জানুয়ারির দাঙ্গা নিয়ে বিতর্কিত টুইটের পরই ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা হয়। এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় টেসলা প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। তবে ট্রাম্প টুইটারে ফিরবেন কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে।
মাস্কের এই সিদ্ধান্ত রাজনৈতিক অধিকারের বিষয়ে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। মাস্ক বলেছেন, এই নিষেধাজ্ঞা জারি ‘নৈতিকভাবে ভুল এবং নির্বুদ্ধিতার উদাহরণ।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি টুইটার প্ল্যাটফর্মটি ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে কিনেছেন ইলন মাস্ক। টুইটারের দাবি অনুযায়ী, ট্রাম্পের টুইটগুলো ছিল হিংস্র এবং প্ররোচনামূলক। ট্রাম্পের অ্যাকাউন্টে প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল।
এদিকে, ট্রাম্প অবশ্য এ বিষয়ে জানিয়েছেন, ‘মাস্ক টুইটার কিনে নিয়ে তার অ্যাকাউন্ট চালু করে দিলেও তিনি টুইটারে ফিরে আসবেন না। তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ ব্যবহার করবেন।