স্বদেশ ডেস্ক:
ব্যাপক বিক্ষোভের মুখে সরকারি বাসভবন টেম্পল ট্রিজ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আজ মঙ্গলবার সকালে তিনি বাসভবন ছাড়েন। আজও টেম্পল ট্রিজের সামনে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে প্রধানমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর দেশটির সেনাসদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ডেইলি মিরর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গণবিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেছেন। এদিন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠালে তিনি তা গ্রহণ করেন।
এদিকে, প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও সহিংস বিক্ষোভ অব্যাহত থাকায় গতকাল সোমবার জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী কারফিউ মঙ্গলবার সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরও পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার বিরোধী দলগুলো এই দুর্দশার জন্য তাদেরকেই দায়ী করে আসছে।
বিরোধী দলগুলোর অভিযোগ, অর্থনীতির ভুল ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কা বিদেশি ঋণে ডুবতে বসেছে, রিজার্ভ ঠেকেছে তলানিতে।