শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

বড় জয়ে শিরোপার পথে ম্যানসিটি

বড় জয়ে শিরোপার পথে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

নিউক্যাসেল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।সেইসঙ্গে লিভারপুলকে দ্বিতীয়স্থানে ঠেলে তিন পয়েন্টে এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটির হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং।একটি করে গোল করেছেন লাপোর্তে, রদ্রি ও ফিল ফোডেন।

রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আক্রমণের পসরা বসায় সিটিজেনরা। যেখানে ১৯তম মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। ইলকায় গুনদোগানের দারুণ ক্রসে দুরের পোস্ট থেকে হোয়াও ক্যানসেলোর বাড়ানো বল হেডে জাল খুঁজে নেন রাহিম স্টার্লিং। পরে ৩৮তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। গোল করেন আইমেরিক লাপোর্তে।

বিরতির পর আরও তিন গোল করে ম্যানসিটি। ৬১ মিনিটে রদ্রি, ৯০ মিনিটে ফিল ফোডেন এবং যোগ করা তিন মিনিটে জোড়া গোল পূরণ করেন স্টার্লিং।
লিগে ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে সিটি। বাকি থাকা তিন ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত করবে দলটি। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিভারপুল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877