স্বদেশ ডেস্ক: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি চাঁদে পা রেখেছিলেন। জন্ম ৫ আগস্ট ১৯৩০। অ্যাপোলো অভিযানে ১৯৬৯ সালের ২১ জুলাই তিনি যখন চাঁদে পা রাখেন, সে সময় বয়স ৩৮ বছর ১১ মাস ১৫ দিন।
এডউইন বাজ অলড্রিন:একই অভিযানে আর্মস্ট্রংয়ের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু তিনি নীল আর্মস্ট্রংয়ের পরে চাঁদে পা রাখেন। সেই হিসেবে তিনি দ্বিতীয় ব্যক্তি। সে সময় তার বয়স ছিল ৩৯ বছর ৬ মাস।
চার্লস কোনরাড: অ্যাপোলো-১২ অভিযানে ১৯৬৯ সালের ১৯ ও ২০ নভেম্বর তিনি চাঁদে পা রাখেন। সে সময় তার বয়স ছিল ৪০ বছর। জন্ম ২ জুন ১৯৩০। মৃত্যু ৮ জুলাই ১৯৯৯।
এলান বিন: অ্যাপোলো-১২ অভিযানে ১৯৬৯ সালের ১৯ ও ২০ নভেম্বর তিনি চাঁদে পা রাখেন। সে সময় তার বয়স ছিল ৩৭ বছর। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। জন্ম ১৫ মার্চ ১৯৩২।
এলান শিপার্ড: অ্যাপোলো-১৪ অভিযানে ১৯৭১ সালের ৬ ফেব্রুয়ারি তিনি চাঁদে পা রাখেন। সে সময় তার বয়স ছিল ৪৭ বছর। জন্ম ১৮ নভেম্বর ১৯২৩ । ১৯৯৮ সালের জুলাই মাসের ২১ তারিখে তিনি মারা যান।
ইডগার মিচেল: অ্যাপোলো-১৪ অভিযানে ১৯৭১ সালের ৬ ফেব্রুয়ারি তিনি চাঁদে পা রাখেন। সে সময় তার বয়স ছিল ৪০ বছর। তখন তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
ডেভিড স্কট: অ্যাপোলো-১৪ অভিযানে ১৯৭১ সালের ৩১ জুলাই থেকে ২ আগস্ট তিনি চাঁদে হেঁটে বেড়ান। সে সময় তার বয়স ছিল ৪১ বছর। মৃত্যু ৮ আগস্ট ১৯৯১।
জেমস আরউইন: অ্যাপোলো-১৫ অভিযানে ১৯৭১ সালের ৩১ জুলাই থেকে ২ আগস্ট তিনি চাঁদে হেঁটে বেড়ান। সে সময় তার বয়স ছিল ২৯ বছর ১ মাস ২৫ দিন। তিনি সেই সময় বিমানবাহিনীতে কর্মরত ছিলেন।
জন ওয়াটস ইয়ং: অ্যাপোলো-১৬ অভিযানে ১৯৭২ সালের ২১ থেকে ২৩ এপ্রিলে তিনি চাঁদে হেঁটেছেন। সে সময় তার বয়স ছিল ৪১ বছর। তিনি সেই সময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
চার্লস এম ডুক জুনিয়র: অ্যাপোলো-১৬ অভিযানে ১৯৭২ সালের ২১ থেকে ২৩ এপ্রিলে তিনি চাঁদে হেঁটেছেন। সে সময় তার বয়স ছিল ৩৬ বছর। তিনি সেই সময় বিমানবাহিনীতে কর্মরত ছিলেন।
হ্যারিসন সিকমিট: ১৯৩৫ সালের ৩ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। অ্যাপোলো-১৭ অভিযানে ১৯৭২ সালের ১১ থেকে ১৪ ডিসেম্বর তিনি চাঁদে হেঁটেছেন। সে সময় তার বয়স ছিল ৩৭ বছর।
ইউজেনি এ কারনেন: অ্যাপোলো-১৭ অভিযানে ১৯৭২ সালের ১১ থেকে ১৪ ডিসেম্বর তিনি চাঁদে হেঁটেছেন। সে সময় তার বয়স ছিল ৩৯ বছর। এরপর আর কেউ চাঁদে পা রাখেননি।