বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

পুনর্নির্বাচিত ম্যাকরনের পাশে থাকার অঙ্গীকার বাইডেনের

পুনর্নির্বাচিত ম্যাকরনের পাশে থাকার অঙ্গীকার বাইডেনের

স্বদেশ ডেস্ক:

ফ্রান্সের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষায় ম্যাকরনকে সহায়তার অঙ্গীকার করেছেন।

রবিবার দ্বিতীয় দফার নির্বাচনে ম্যাকরন পুনর্নির্বাচিত হন। তিনি ফ্রান্সে ২০ বছরের মধ্যে দ্বিতীয়বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন।

ফ্রান্সে ২০০২ সালের পর কোনও প্রেসিডেন্ট পরপর দু’বার নির্বাচিত হননি।

 

২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৪ বছরের ম্যাকরন।

এক টুইট বার্তায় বাইডেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্রান্সকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন, আমি ইউক্রেনকে সমর্থন, গণতন্ত্র রক্ষাসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। সূত্র: আল-জাজিরাতাসএক্সপ্রেস ইউকে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877