মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক নিহত

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক নিহত

স্বদেশ ডেস্ক:

নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার দেশটির খনিজসম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ঝুঁকি থাকা সত্ত্বেও দারিদ্র্য নিরসনে নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে কাজ করা একটি আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় এবং পরে অস্থায়ী ট্যাংকে পরিশোধিত হয়।

বিপজ্জনক এ প্রক্রিয়ায় তেল শোধন করার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রায়ই। এরই মধ্যে এটি একটি কৃষিজ অঞ্চলকে দূষিত করছে। ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনিভাবে জ্বালানি কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণে পুড়ে গেছে।

দক্ষিণ নাইজেরিয়ার বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, বিশেষ করে তরুণরা। দুর্ঘটনার পর থেকে পলাতক ওই শোধনাগারের মালিক। তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877