শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

জাতীয় বাজেট দেয়া হবে ৯ জুন : অর্থমন্ত্রী

জাতীয় বাজেট দেয়া হবে ৯ জুন : অর্থমন্ত্রী

স্বদেশ ড্কে:

আগামী ৯ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরপর দুই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল বলেন, কর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সর্বনিম্ন আয়কর নির্ধারণ করা হবে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে আমরা ন্যূনতম কর নির্ধারণের চেষ্টা করব।’

অর্থমন্ত্রী বলেন, বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ করবে সরকার। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা নেই।

তিনি উল্লেখ করেন, আমদানি-রফতানি দুটোই বেড়েছে। তবে সবসময়ই রফতানির চেয়ে আমদানি বেশি হয়। আমাদের দেশে রফতানি আমদানিকে ছাড়িয়ে যেতে পারে না।

তিনি বলেন, ‘কিছু আমদানি সরাসরি প্রকল্পের সঙ্গে সম্পর্কিত যা আমাদের অনুমতি দিতে হবে। কিছু আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ সেগুলো সবসময় খোলা থাকে না।’

মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ দুর্বলতা বিদ্যমান থাকায় এসব বিলাসবহুল সামগ্রী নিয়ন্ত্রণ করা হবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পণ্য আমদানির অনুমতি দেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877