স্বদেশ ডেস্ক:
ভারতের পূর্ব দিল্লিতে বিজেপির স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম জিতু চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় তার ওপর হামলা হয়। খবর এনডিটিভির।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এক কনস্টেবল দিল্লির ময়ুর বিহারে নিজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে খুঁজে পায়। তার দেহে গুলির চিহ্ন ছিল।
দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্ত এখনও পলাতক রয়েছে।