শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় মৃত-আক্রান্তের সংখ্যা এক লাফে দ্বিগুণ

করোনায় মৃত-আক্রান্তের সংখ্যা এক লাফে দ্বিগুণ

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিন হাজার ৪৯৩ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ২৮ হাজার ৩০৭ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট লাখ ৬১ হাজার ৭৩ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৯০৭ জন।

এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮২ লাখ ১২ হাজার ৯১ জন।

গতকাল মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে চার লাখ আর মৃত্যু হয়েছিল দেড় হাজারের বেশি মানুষের।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৬ হাজার ১৫৯ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৫৯৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ছয়জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৭ লাখ নয় হাজার ২৭০ জন। ছয় লাখ ৬২ হাজার ২৬৬ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877