শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউমার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক

নিউমার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক

স্বদেশ ডেস্ক:

রাজধানীর নীলক্ষেত-নিউমার্কেট সড়ক আজ বুধবার সকাল ১০টা থেকে স্বাভাবিক হয়েছে। তবে এই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি।

নিউমার্কেট এলাকায় গত সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া সংঘর্ষে অনেকে আহত হন।

ঢাকায় সাম্প্রতিককালে এ ধরনের সংঘর্ষ হয়নি। সংঘর্ষের কারণে গতকাল প্রায় পুরো দিন রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। তার প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে যায়। নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলো গতকাল খোলা সম্ভব হয়নি।

এদিকে, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল রাত সাড়ে ১০টার পর ছাত্র, দোকানমালিক ও কর্মীরা সড়ক থেকে সরে যান। পরে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল শুরু হয়। আজ মিরপুর রোডের এ অংশে কোনো যানজট নেই।

সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সংঘর্ষের পর আজও নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খোলেনি। মার্কেট আজ খুলবে কিনা, জানতে চাইলে চন্দ্রিমা মার্কেটের একজন নিরাপত্তাকর্মী বলেন, তিনি এখনো নিশ্চিত নন।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ সকাল সাড়ে ৯টার দিকে জানান, এলাকার পরিস্থিতি আজ শান্ত। বিবদমান কোনো পক্ষকে আজ সড়কে দেখা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877