বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

ইইউ’র ৩১ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ইইউ’র ৩১ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

স্বদেশ ডেস্ক:

ইউরোপের তিন দেশের (নেদারল্যান্ড, বেলজিয়াম ও অস্ট্রিয়া) ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে মস্কো।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও দুই সপ্তাহের সময় দিয়েছে মস্কো। রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী রোববারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে বলেছে মস্কো।

এদিকে, রাশিয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন’ অভিহিত করে বেলজিয়াম বলেছে, মস্কোর এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্তরা বলেছেন, ‘এত বেশি সহকর্মীর মস্কো ও সেন্ট পিটার্সবার্গ ছাড়ার ফলে কী পরিণতি হবে আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি।’ এর আগে নেদারল্যান্ডস ২১ রুশ কূটনীতিকে বহিষ্কারের পর তাকে ভিত্তিহীন বলেছিল রাশিয়া।

সম্প্রতি জার্মানি ও ফ্রান্স ৪০ জন করে রুশ কূটনীতিককে বহিষ্কার করলেও এ বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। ফলে দেশটি আরও ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করতে পারে বলে এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877