রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

মশারি গায়ে জড়িয়ে মোটরসাইকেল আরোহী, ফেসবুকে ভাইরাল

মশারি গায়ে জড়িয়ে মোটরসাইকেল আরোহী, ফেসবুকে ভাইরাল

স্বদেশ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। এমনকি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সম্প্রতি মারাও গেছেন বেশ কয়েকজন।

হাসপাতালগুলোও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীতে পরিপূর্ণ। মেডিসিন অনুষদের চিকিৎসকদের চেম্বারে লম্বা লাইন। ইতিপূর্বে দেশে বিভিন্ন সময় ডেঙ্গু রোগ দেখা গেলেও এবারের মতো ভয়াবহ ছিল না। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে দেশের সর্বত্র।

ডেঙ্গু আতঙ্কের মধ্যে রাজধানীর সড়কে মশারি গায়ে জড়িয়ে মোটরসাইকেল চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ছবিটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বেশ কিছু যানবাহন চলছে। এর মধ্যে এক ব্যক্তিকে দেখা যায় মশারি দিয়ে মাথা ও শরীর ঢেকে স্কুটার চালাচ্ছেন। এ সময় কেউ একজন ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

কেউ কেউ বলছেন, ডেঙ্গু ছড়িয়ে পড়ার বিরুদ্ধে এটি একটি নীরব প্রতিবাদ। আবার কেউ এটাকে পাতলা পলিথিনের রেইনকোট বলছেন।

ছবিটি কে, কখন তুলেছেন সে বিষয়ে কিছু জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ছবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877