স্বদেশ ডেস্ক:
মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জাতীয় পতাকা ও দলিয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য র্পণ করা হয়।
শেখ হাসিনা মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম। সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতমিন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। মেহেরপুর জলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা, এডভোকেট গে্লারিয়া ঝর্না সরকার এমপি, মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাসেম মাস্টার, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রমুখ।