শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

কিয়েভ থেকে ৯০০ বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার

কিয়েভ থেকে ৯০০ বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার সেনারা চলে যাওয়ার পর কিয়েভের আশপাশের শহরে ৯০০ জনের বেশি বেসামরিক লোকের লাশ পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বুচা শহর থেকে। কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধানের ব্রিফিংয়ের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ প্রধান আন্দ্রি নিবেতভ বলেছেন, লাশগুলো পরীক্ষা করা হয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

শেভচেঙ্কো গ্রামের কিছু লোকের লাশ শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা সাধারণ মানুষ। দুর্ভাগ্যবশত তাদেরও নির্যাতন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের গুলি করা হয়েছে।’

গুলিবিদ্ধ কয়েকজনের গায়ে সাদা বাহুবন্ধনী ছিল। তারা রুশ বাহিনীর হাত থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছিলেন-বলেন নিবেতভ।

তিনি আরও বলেন, ‘শহরগুলো দখলের সময়, দখলদাররা নাগরিকদের সাদা বাহুবন্ধনী পরতে বাধ্য করেছিল যাতে বোঝা যায় যে, ওই ব্যক্তিকে ইতোমধ্যেই পরীক্ষা করা হয়েছে। গুলি থেকে জীবন বাঁচানোর জন্য আমাদের নাগরিকরা এই ব্যান্ডেজগুলো নিজেরাই পরতেন।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন- যুদ্ধে এ পর্যন্ত তাদের আড়াই থেকে তিন হাজার সেনা মারা গেছেন এবং ১০ হাজারের মতো আহত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877