শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১

স্বদেশ ডেস্ক:

রাজশাহীর চারঘাট উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু ‘জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোতকার্তিক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকন আলী (৩৫) জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন মোজাহার আলী ও একই গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

এ ঘটনায় শনিবার ১৭ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের মসজিদের কমিটি গঠন ও সভাপতি বদল নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গ্রুপ দুটির একটির নেতৃত্ব দেন কামরুজ্জামান ওরফে মুকুল এবং আরেকটি মুক্তার আলী।

মাগরিবের নামাজের সময় দুই গ্রুপের মধ্যে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে খোকন আলী (মুক্তার আলীর ভাতিজা) গুরুতর আহত হন এবং তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে আটক করেছে।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877