রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

ইউক্রেনের মাকারিভ শহরে মিলল ১৩২ মরদেহ

ইউক্রেনের মাকারিভ শহরে মিলল ১৩২ মরদেহ

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের মাকারিভ শহর থেকে ১৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার শহরটির মেয়র ভাদিম তোকার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত, আমরা ১৩২টি মরদেহ খুঁজে পেয়েছি, যাদের রাশিয়ার মানুষরূপী দানবরা হত্যা করেছে। অধিকাংশ মরদেহ মিলেছে গণকবরে, তবে কিছু মরদেহ রাস্তায় পড়েছিল।’

ইউক্রেনটুডেসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, মাকারিভ কিয়েভ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং যুদ্ধের আগে শহরটিতে বাসিন্দা ছিল ১৫ হাজার।

মেয়র ভাদিম তোকার বলেন, সাম্প্রতিক সময়ে লড়াই কিছুটা কমেছে। তবে শহরের ৪০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। যার মধ্যে অনেক ভবন সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, প্রায় সব অবকাঠামো ধ্বংস করে ফেলেছে দখলদাররা। ঘরে, ভবনে, হাসপাতালে ও কিন্ডারগার্টেনে বোমা ফেলে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে।

এর আগে বুচা শহরে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর পর বোরোদ্যাঙ্কা থেকেও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন ‍শুরু করে। এর পর থেকে কিয়েভের আশপাশে ব্যাপক লড়াই হয় রুশ সেনা ও ইউক্রেনীয়দের মধ্যে। সম্প্রতি ওই অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ফলে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে ভয়ংকর সব তথ্য মিলছে প্রায় প্রতিদিন।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877