সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কা: পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

শ্রীলঙ্কা: পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

স্বদেশ ডেস্ক:

চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী আন্দোলন প্রবল হচ্ছে। এরই মধ্যে মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। তবে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জানিয়েছেন পদত্যাগ করার কোনো পরিকল্পনা আপাতত তার নেই।

সংসদের একজন হুইপের বরাত দিয়ে বিবিসি বুধবার এ খবর জানিয়েছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে সংসদে হুইপ এ কথা জানান।

প্রচণ্ড অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে ব্যাপক বিদ্যুৎ, খাদ্য, গ্যাসসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে প্রবল জনবিক্ষোভ চলছে। জনরোষের কারণে প্রায় সব মন্ত্রী পদত্যাগ করেছেন এবং বেশ কিছু সংসদ সদস্য সরকার পক্ষ ত্যাগ করেছেন।

বিরোধী এমপিদের প্রেসিডেন্ট জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানালেও তারা সেটি প্রত্যাখ্যান করে বলেছেন, প্রেসিডেন্টসহ পুরো সরকারকেই পদত্যাগ করতে হবে।

তবে বুধবার সরকার পক্ষের চিফ হুইপ জনস্টন ফার্নান্দো এমপিদের উদ্দেশে বলেছেন, ‘দায়িত্বশীল সরকার হিসেবে আমরা বলতে চাই যেকোনো পরিস্থিতিতেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করবেন না।‘

নিজের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভের জেরে গোতাবায়া গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করেছিলেন।

ব্যাপক আমদানিনির্ভর দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির খাদ্য, জ্বালানিসহ দরকারি পণ্য কেনার মতো বৈদেশিক মুদ্রা নেই। দিনে তেরো ঘণ্টার মতো লোডশেডিং, ভয়াবহ মূল্যস্ফীতি ও খাদ্যসহ মৌলিক পণ্যগুলোর ঘাটতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877