শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফুটবলের নতুন মৌসুমের সময়সূচি

ফুটবলের নতুন মৌসুমের সময়সূচি

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে গড়াতে চলেছে ইউরোপের ফুটবল লিগগুলো। প্রায় তিন মাস বিরতির পর মাঠে নামবে দলগুলো। যদিও প্রাক-মৌসুম ম্যাচগুলোতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ক্লাবগুলো। এবার মূলপর্বে মাঠে নামতে চলেছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগ : ইংলিশ প্রিমিয়ার লিগ ৯ আগস্ট রাত ১টায় মাঠে গড়াতে চলেছে। অ্যানফিল্ডে লিভারপুল বনাম নরউইচ সিটির ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯-২০ প্রিমিয়ার লিগ মৌসুমের। প্রিমিয়ার লিগের প্রথম সপ্তাহেই আছে বড় ম্যাচ। ১১ আগস্ট রাত ৯.৩০টায় ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। এ ম্যাচ দিয়েই ‘ব্লু’দের ম্যানেজার হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক হতে যাচ্ছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। ১৫ আগস্ট রাত ১টায় চেলসির বিপক্ষে উয়েফা সুপারকাপে মাঠে নামবে লিভারপুল।

লালিগা : প্রিমিয়ার লিগের ঠিক এক সপ্তাহ পর শুরু হবে লা লিগা। ১৭ আগস্ট রাত ১টায় সান মামেসে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। একই দিন রাত ৯টায় সেল্টা ভিগোর বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে রিয়াল মাদ্রিদের লা লিগা মৌসুম। প্রথম সপ্তাহে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ গেটাফে। ২৯ সেপ্টেম্বর ওয়ান্ডা মেট্রোপলিটানোয় অ্যাটলেটিকোর মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মৌসুমের দ্বিতীয় মাদ্রিদ ডার্বি। ১২ জানুয়ারি বার্সাকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো, ন্যু ক্যাম্পে ২৬ এপ্রিল হবে ফিরতি ম্যাচ। ২৭ অক্টোবর ন্যু ক্যাম্পে হবে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। এবং দ্বিতীয় এল ক্ল্যাসিকো হবে ২ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে।

সিরিএ : ২৫ আগস্ট থেকে মাঠে গড়াবে ইতালিয়ান লিগ। প্রথম সপ্তাহেই ফিওরেন্টিনার বিপক্ষে মাঠে নামবে নাপোলি, জুভেন্টাসের প্রতিপক্ষ পার্মা। সান সিরোতে লেচ্চের বিপক্ষে ইন্টার মিলানের ম্যানেজার হিসেবে অভিষেক হবে অ্যান্টোনিও কন্তের। সেপ্টম্বরের ১ তারিখ নাপোলিকে আতিথেয়তা দেবে জুভেন্টাস। ২২ সেপ্টেম্বর সান সিরোতে হবে প্রথম মিলান ডার্বি।

বুন্দেস লিগা : কমিউনিটি শিল্ডের মতো ৪ আগস্ট রাত ১২.৩০টায় জার্মান সুপারকাপে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বায়ার্ন মিউনিখ। ১১ সেপ্টেম্বর অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম ‘ডার ক্ল্যাসিকো’। ডর্টমুন্ডের মাঠে ৪ এপ্রিল মাঠে নামবে বাভারিয়ানরা।

ফ্রেঞ্চ লিগ : ৩ আগস্ট রেঁনের বিপক্ষে ফ্রেঞ্চ সুপারকাপের ম্যাচ দিয়ে শুরু হয় প্যারিস সেইন্ট জার্মেইয়ের মৌসুম। ১২ আগস্ট নিসের বিপক্ষে ফ্রেঞ্চ লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু করবে টমাস টুখেলের দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877