মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

রাশিয়ার মতলব ধরতে পেরেছেন জেলেনস্কি

রাশিয়ার মতলব ধরতে পেরেছেন জেলেনস্কি

স্বদেশ ডেস্ক:

রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় বলে সতর্কতা উচ্চারণ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে দেওয়া এক ভিডিওবার্তায় এ দাবি করেছেন তিনি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার সৈন্যদের লক্ষ্য কী? তারা ইউক্রেনের [পূর্বাঞ্চলীয়] দনবাস এবং দক্ষিণাঞ্চল- উভয়ই দখল করতে চায়। আমাদের লক্ষ্য কী? আমাদের নিজেদের, আমাদের স্বাধীনতা, আমাদের ভূখন্ড এবং আমাদের মানুষকে রক্ষা করা।’

রুশ সামরিক বাহিনীর হামলার পরও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মরিপোলকে রক্ষা করায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ এই শহরটি কয়েক সপ্তাহের ভারী রাশিয়ান বোমা হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। জেলেনস্কি বলেন, মরিপোল এবং ইউক্রেনের অন্য শহরগুলোতে ইউক্রেনীয় যোদ্ধাদের শক্ত প্রতিরোধের ফলে কিয়েভ ‘অমূল্য সময়’ পেয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877