স্বদেশ ডেস্ক:
প্রথম রমজানে এতিম ও আলেমদের সাথে ইফতার করবে বিএনপি। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেবে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এছাড়া আগামী ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েষ্টিন, রাজনীতিকদের সন্মানে ২০ এপ্রিল হোটেল লেক শোর ও পেশাজীবীদের সম্মানে ২৮ এপ্রিল লেডিস ক্লাবে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও একাধিক ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব ইফতার অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা।
দলের অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোট শরিকদের বাইরেও কয়েকটি রাজনৈতিক দল বিএনপি’র ইফতারে অংশগ্রহণ করবে। এসব ইফতারে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।