শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

হংকংয়ে বিক্ষোভ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা

হংকংয়ে বিক্ষোভ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা

স্বদেশ ডেস্ক:

হংকংয়ে হাজার হাজার জনতার বিক্ষোভ নবম সপ্তাহে পড়েছে। আজ রবিবার বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এর পর দিন অর্থাৎ আগামীকাল সোমবার শহরব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হতে পারে বলে উদ্বেগ বাড়ছে। খবর বিবিসি।

প্রায় দুই মাস আগে আসামি প্রত্যর্পণ বিলের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। ওই বিলে বিচারের জন্য কোনো আসামিকে চীনের মূল ভূখ-ে প্রেরণের কথা বলা ছিল। বিক্ষোভে তোপের মুখে কর্তৃপক্ষ সেই বিল থেকে সরে এসেছে। হংকংয়ের নেতা ক্যারি লাম দুইবার ক্ষমা চেয়েছেন এবং ওই বিলকে মৃত বলেও ঘোষণা করেছেন। কিন্তু আন্দোলনকারীরা এখন আরও বেশি গণতন্ত্র ও ক্যারি লামের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।

এদিকে মং কোক জেলা থেকে গতকাল আন্দোলনকারীরা র‌্যালি করেছে। অনেকে বিক্ষোভকারীদের মধ্যে আত্মরক্ষার জন্য নিরোধক দ্রব্যাদি বিতরণ করেন। এই শহরেই ২০১৪ সালে ছাতা আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। প্রাথমিকভাবে পুলিশ সব ধরনের বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তী সময়ে অবশ্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পরিবর্তন করে। গতকাল বিক্ষোভকারীরা মিছিল করে এবং সোমবার ধর্মঘটে অংশ নিতে সেøাগান দেয়। ইতোমধ্যে বেশ কিছু সংগঠন এসব কর্মসূচিতে সমর্থন জানিয়েছে। আয়োজকরা জনগণের মধ্যে মাস্ক, হেলমেট, পানির বোতল ও রেলওয়ের অগ্রিম টিকিট বিলি করছে, যাতে তারা সোমবার বিক্ষোভে অংশ নিতে পারে। এদিকে চলতি সপ্তাহে হংকংয়ে বিক্ষোভে বাড়তি উত্তেজনা দেখা দেয়। গত বুধবার অন্তত ৪০ জনকে আদালতে তোলা হয়েছে, যাদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের ১০ বছরের জেল হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877