স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলা দিন দিন বেড়েই চলছে। গত এক সপ্তাহে শুধু নিউইয়র্ক সিটিতেই ২৫টি বন্দুক হামলায় ২৭ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। গত বছরের তুলনায় সিটিতে অপরাধ প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, সিটির গণপরিবহনে অপরাধের ঘটনা ২০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ডাকাতি বেড়েছে গত বছরের তুলনায় ৪৮.১ শতাংশ, গাড়িতে চুরির ঘটনা বেড়েছে ৭৭ শতাংশ। তবে হত্যাকাণ্ড গত বছরের তুলনায় ৪০ শতাংশ কমেছে বলে পুলিশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে সংঘটিত অপরাধের মধ্যে একটি ঘটনার শিকার ৭৩ বছর বয়স্ক এ বৃদ্ধ, যিনি গত ২৭ মার্চ রোববার ম্যানহাটানের এইটথ এভিনিউ এর ৪০ স্ট্রিটের কাছে এক দোকানে লটারির টিকেট কিনছিলেন।
হঠাৎ এক ব্যক্তি দোকানে প্রবেশ করে তার ওয়ালেট ছিনিয়ে নিতে চেষ্টা করে। লোকটি ছিনতাইকারীকে ঠেকানোর মতো অবস্থায় ছিলেন এবং বাধার সম্মুখীন হয়ে সেখান থেকে কেটে পড়ে।
কিন্তু লটারির টিকেট ক্রয়কারী ব্যক্তি কিছুক্ষণ পর রাস্তা অতিক্রম করছিলেন, তখন একই ছিনতাইকারী তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে এলোপাতাড়ি লাথি মারতে থাকে এবং ওয়ালেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু লোকটি তার ওয়ালেট আঁকড়ে রাখতে সক্ষম হন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আক্রমণকারী দৌড়ে নিকটস্থ সাবওয়ের গেট দিয়ে নিচে নেমে যায়।