স্বদেশ ডেস্ক:
মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৬২ হাজার ৪৬১ জনে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ৭৯ জনে।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৭ লাখ ৪০ হাজার ৭২২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ছয় হাজার ৪৪৫ জন।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ২৪ হাজার ৪৪০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ১৫৯ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ১৬ হাজার ৩৩৪ জন। ছয় লাখ ৫৯ হাজার ৫৭০ জন মারা গেছেন।