বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

শব্দদূষণেও ‘এগিয়ে’ ভারত!

শব্দদূষণেও ‘এগিয়ে’ ভারত!

স্বদেশ ডেস্ক:

কয়েক দিন আগে বায়ুদূষণের ক্ষেত্রে রেকর্ড করেছে ভারত। এবার শব্দ শব্দদূষণেও বেশ এগিয়েছে ভারত। কারণ, পৃথিবীর সবথেকে কোলাহলের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আজকাল।

বায়ুদূষণের ক্ষেত্রে পৃথিবীর সবথেকে দূষিত ১৫ শহরের মধ্যে ১০টার অবস্থান ভারতে। এবার শব্দদূষণেও ‘নজির’ স্থাপন করেছে ভারত। পৃথিবীর সবথেকে কোলাহলের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ। ভারতের রাজধানী দিল্লিও রয়েছে তালিকায়। বায়ুদূষণের এ তালিকা করেছে জাতিসঙ্ঘের পরিবেশ ব্যবস্থাপনা দফতর।

পৃথিবীর সবথেকে কোলাহলযুক্ত শহরের তকমা পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মোরাদাবাদের পর তৃতীয় স্থানে পাকিস্তানের ইসলামাবাদ। জাতিসঙ্ঘের তালিকায় আছে ভারতের আরো চারটি শহর, তার মধ্যে দু’টো ভারতের পশ্চিম বাংলায়। শহরগুলো হলো কলকাতা ও আসানসোল। ভারতের রাজস্থান প্রদেশের জয়পুর শহরও আছে এ তালিকায়। বার্সেলোনা, নিউইয়র্ক, হংকংয়ের মতো শহরেও জাতিসঙ্ঘের এ সমীক্ষা চালানো হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, বসতিপূর্ণ এলাকায় শব্দের মাত্রা ৫৫ ডেসিবেল হওয়াই শ্রেয়। কলকারখানা, অফিস চত্বর, যেখানে গাড়ির সংখ্যা বেশি সেখানে ঊর্ধ্বসীমা ৭০ ডেসিবেল। ভারতের অন্যতম বড় রফতানি কেন্দ্র মোরাদাবাদে ১১৪ ডেসিবেল শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ৭০ ডেসিবেলের ওপর শব্দমাত্রায় একটানা বেশি সময় থাকলে শ্রবণশক্তি নষ্ট হতে পারে। দিল্লিতে শব্দমাত্রা ৮৩ ডেসিবেল ও কলকাতায় ৮৯ ডেসিবেল রেকর্ড করা হয়েছে।

জাতিসঙ্ঘের রিপোর্টে দেখা গেছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোয় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলো সবচেয়ে শান্ত।

সূত্র : আজকাল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877