স্বদেশ রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রদূত শহীদুল ইসলাম দূতাবাস অঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির কর্মসূচির সূচনা করেন।
এরপর দূতাবাস কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আবক্ষমূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন রাষ্ট্রদূত শহীদুল আলম। এসময় মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।