মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

ইউক্রেন ইস্যুতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

ইউক্রেন ইস্যুতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

স্বদেশ ডেস্ক:

ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিত্রদের সঙ্গে বৈঠকের পর আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এক ‍বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, পোল্যান্ডে পৌঁছে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা’র সঙ্গে সাক্ষাৎ করবেন জো বাইডেন। ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে তার সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী বুধবার ন্যাটো ও ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলন এবং জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বাইডেনের।

পোল্যান্ড সফরে ইউক্রেনে রাশিয়ার অযৌক্তিক এবং অপ্রস্তুত হামলার ফলে সৃষ্ট মানবিক ও মানবাধিকার সংকটে কিভাবে যুক্তরাষ্ট্র, তাদের মিত্র ও অংশীদাররা সাড়া দিচ্ছে, জো বাইডেন তা নিয়েও আলোচনা করবেন।

এদিকে আজ সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে যোগাযোগ করার কথাও রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877