বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্বদেশ ডেস্ক:

আসন্ন পবিত্র রমজানে বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান শহরের হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রহুল আমীন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ অন্যরা।

টিসিবি’র ডিলারের মাধ্যমে ২ কেজি চিনি ১১০ টাকা, সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা ও মসুর ডাল ২ কেজি ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ছুটি ব্যতীত প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে এসব পণ্য বিক্রি অব্যাহত রাখা হবে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ লাখ ৩০ হাজার ৩২০ জন নিম্ন আয়ের মানুষ এসব পণ্য কেনার সুযোগ পাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877