স্বদেশ ডেস্ক:
পঞ্চগড়ে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন রেলপথমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন, এমপি। রবিবার সকালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য তুলে দেন তিনি।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং পৌর মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন।
এর আগে উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রেলপথমন্ত্রী বক্তব্য প্রদান করেন। এদিন পৌরসভা এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ১ হাজার ৩৪০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রয় করা হয়।