স্বদেশ ডেস্ক:
ঘুরতে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু অপরিচ্ছন্ন সড়ক দেখে নিজেকে ধরে রাখতে পারেননি। তাইতো নিজেই সড়ক পরিষ্কার করতে লেগে যান জাপানের এক নারী পর্যটক। সম্প্রতি এমন ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা গেছে, হাতে গ্লোভস পড়ে রাস্তার নোংরা পানি থেকে আবর্জনা তুলছেন ওই জাপানি নারী। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলছেন পথচারীরা। তবে ছবিটি কোথা থেকে তোলা তা জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে কেউ কেউ লিখছেন, অনেক ছোটবেলা থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার ট্রেনিং দেওয়া হয় জাপানিদের। তাই এরা এমন শুধু পরিষ্কার করা নয়, জাপানিরা পৃথিবীর সব দেশের থেকে শ্রেষ্ঠ ভদ্র উপাধির অধিকারী।
জাতিগতভাবে পরিশ্রমী হওয়ার কারণে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে কাজ করতে ভালোবাসে জাপানিরা। বাংলাদেশে ঘুরতে এসে ঠিক তারই প্রমাণ দিলেন জাপানের ওই নারী পর্যটক।