শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

উড়ন্ত বিমানে নারী যাত্রীকে যৌন হেনস্থা

উড়ন্ত বিমানে নারী যাত্রীকে যৌন হেনস্থা

স্পোর্টস ডেস্ক:

উড়ন্ত বিমানে ঘুমাচ্ছিলেন এক নারী যাত্রী। এই সুযোগেই তাকে যৌন হেনস্তা করেন তার সহযাত্রী ডেনমার্কের এক গলফার। ঘটনাটি ঘটেছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে। তবে ঘটনার পরপরই ওই নারীর অভিযোগের ভিত্তিতে থর্বজর্ন ওলেসেন নামের ওই গলফারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফক্সনিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেনেসি থেকে লন্ডনে ফিরছিল ব্রিটিশ এয়ারওয়েজের ওই ফ্লাইটটি। এ সময় ওই নারীকে যৌন হয়রানির ঘটনা ঘটে। ড্যানিশ গলফারের অসভ্য আচরণে ওই নারীর ঘুম ভেঙে গেলে, তিনি তৎক্ষণাত্‍‌ অভিযোগ করেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ বছর বয়সী ওই গলফারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত থর্বজর্ন ওলেসেন।

নেশার ঘোরে ওই ড্যানিশ গলফার বিমানের প্রথম শ্রেণিতে যাতায়াতের পথেও প্রস্রাব করেন। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877