বিনোদন ডেস্ক:
নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে অতিথি চরিত্রে এর আগে পর্দায় হাজির হয়েছেন আলোচিত মডেল, অভিনেত্রী, আইটেম গার্ল নায়লা নাঈম। এবার আর অতিথি হিসেবে নয়, অভিনয় করলেন পূর্ণাঙ্গ একটি নাটকে। নাম ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’। আসাদুজ্জামান সোহাগের চিত্রনাট্যে কে এম নাঈম পরিচালিত এই নাটকে তার সহশিল্পী হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অ্যালেন শুভ্র। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন তারা।
নাটকে অভিনয় প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘এর আগে নাটকে টুকটাক কাজ করলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ চরিত্রে কাজ করলাম। অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে আমার বেশ ভয় লাগে। এবার সাহস করে কাজটি করলাম। নাটকের গল্পটা অসাধারণ, চরিত্রটিও অন্য রকম। তাই এতে অভিনয় করা। সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’
নির্মাতা জানান, সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।