বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

বিশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

স্বদেশ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে এক শিশুকে বিশ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ মার্চ) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

শনিবার সন্ধ্যায় ভিকটিমের মা জানায়, সকালে তার শিশু কন্যাকে বসতঘরে রেখে শিশুটির পিতাকে নিয়ে কয়লা কুড়াতে তিনি যাদুকাটা নদীতে চলে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে স্বামী-স্ত্রী বাড়ীতে ফিরে আসেন। বাড়িতে আসার পর শিশুটি জানায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে আবু কালাম ওরফে খেলু (৫৫) তাকে ঘরে একা পেয়ে ২০ টাকা হাতে দিয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করেছে। পরে চলে যাওয়ার সময় বলে গেছে এ ঘটনা তার মাকে বললে তাকে জানে মেরে ফেলবে।

উত্তর বড়দল ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য কপিল মিয়া বলেন, বিষয়টি শুনে শিশুটির বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ঘটনাটি সত্য।

ভিকটিমের পিতা জানান, আমরা গরিব মানুষ, পেটের দায়ে সারাদিন নদীতে কাজে ছিলাম। সন্ধ্যার সময় বাড়িতে এসে ঘটনাটি জানতে পেয়েছি। বিষয়টি গ্রামের মরব্বিদের জানানোর পর এক পক্ষ বলেছে টাকা পয়সার নিয়ে আপস করতে, আরেক পক্ষ বলেছে ঘটনাটি পুলিশকে জানাতে।

আমি ন্যায় বিচারের জন্য থানায় আমার মেয়েকে নিয়ে গিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় ভিকটিমের পিতা মাতা রাতে শিশুকে নিয়ে থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877