শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাঠদান বাতিল করে স্কুল মাঠে বিয়ের অনুষ্ঠান

পাঠদান বাতিল করে স্কুল মাঠে বিয়ের অনুষ্ঠান

স্বদেশ ডেস্ক:

বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় শিক্ষার্থীদের পাঠদান বাতিল করে স্কুলের মাঠে বিয়ের অনুষ্ঠান করার অভিযোগ পাওয়া গেছে। মোফাজ্জেল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ অভিযোগ তুলেছেন। স্থানীয় শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল বন্ধ রেখে বিয়ের অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বুধবার রাত থেকে স্কুলের মাঠে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল বসানোর কাজ শুরু হয়। গতকাল সকালে শিক্ষার্থীরা স্কুলে গেলে তাদের ধমকিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান খান রনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে বিদ্যালয় মাঠে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। বিদ্যালয় পুরোপুরি বন্ধ

করা হয়নি। সকালে তিনটি ক্লাস হয়েছে।’ তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে স্কুলে গেলে শিক্ষকরা বাসায় ফিরে যেতে বলেন। কারণ জানতে চাইলে তারা ধমক দিয়ে পাঠিয়ে দেন। স্থানীয়রা জানান, ওই এলাকার ইয়ার হোসেন সিকদারের মেয়ের সঙ্গে পশ্চিম চরহোগলা গ্রামের আবুল হোসেনের ছেলের বিয়ের আয়োজন করা হয়।

ইয়ার হোসেন সিকদার বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিয়ে আয়োজনের অনুমতি দিয়েছে। তা ছাড়া আমার মেয়ে এ বিদ্যালয়ের ছাত্রী ছিল।’

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদের মোবাইলে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার বলেন, ‘বিয়ের অনুমতি চেয়ে আমাদের কাছে আবেদন করেছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি। স্কুল চলাকালীন মাঠে বিয়ের আয়োজন করার কোনো সুযোগ নেই। যেহেতু মাঠটি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের, এ জন্য আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না।’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান বলেন, ‘স্কুল বন্ধ করে বিয়ের আয়োজন করা আইনবিরোধী। আমরা খোঁজ নিয়ে দেখছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877