শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

ইউক্রেন সংঘাত; খাদ্য সংকট দেখা দিতে পারে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়

ইউক্রেন সংঘাত; খাদ্য সংকট দেখা দিতে পারে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়

স্বদেশ ডেস্ক:

বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। অভিযান চালানোর কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। সংঘাতের কারণে ইউক্রেনের রফতানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংঘাত দীর্ঘসময় ধরে চলতে থাকলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে। খবর ডয়চে ভেলের

মিশর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ। চাহিদার ৭০ ভাগ গমই তারা আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। তিউনিশিয়ার তার চাহিদার ৮০ ভাগ আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। লেবানন শুধু ইউক্রেন থেকেই ৬০ ভাগ গম আমদানি করে। ইউক্রেনে সংঘাত শুরু হওয়ায় খাদ্যশস্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এ সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে।

চীন ও ভারতের পর রাশিয়া বৃহত্তম গম উৎপাদক ও রফতানিকারক দেশ। ইউক্রেনও বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ।  আগামী মৌসুমে ইউক্রেনের কৃষকরা গম উৎপাদন শুরু করতে পারবেন কী না কিংবা পারলেও উপযুক্ত অবকাঠামো পাবেন কী না- তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877