শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ট্রেনের আগাম টিকিট পেতে শেষ দিনে উপচে পড়া ভিড়

ট্রেনের আগাম টিকিট পেতে শেষ দিনে উপচে পড়া ভিড়

স্বদেশ ডেস্ক:

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ শুক্রবার। আজ বিক্রি করা হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১১ আগস্টের টিকিট। এজন্য টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। তবে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেয় হাজারো মানুষ।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। তবে অনেকে দীর্ঘ অপেক্ষার পর বাড়ি ফেরার টিকিট হাতে পেয়ে মহা খুশি।

রেলওয়ের তথ্য মতে, টিকিট বিক্রির পঞ্চম দিন শুক্রবার ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। তবে অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

গত সোমবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতবারের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। গত ২৯ জুলাই দেওয়া হয়েছে ৭ আগস্টের টিকিট। এ ছাড়া ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের টিকিট বিক্রি হয়েছে। আর আজ চলছে ১১ আগস্টের টিকিট বিক্রি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877