বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

ইউক্রেনের দু’শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

ইউক্রেনের দু’শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের সাথে যুদ্ধের মধ্যেই দেশটির দু’শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বার্তা সংস্থা এএফপি-এর তথ্য অনুযায়ী জানা গেছে, সমুদ্রবন্দর মারিউপোলের বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দিয়ে সাময়িক সময়ের জন্য এ যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। মারিউপোলের পাশাপাশি ভলনোভাখা শহরেও জারি করা হয়েছে এ যুদ্ধবিরতি। যুদ্ধের দশম দিনে এমন যুদ্ধবিরতি ঘোষণা করা হলো রাশিয়ার পক্ষ থেকে। চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফায় বৈঠকের পর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে একমত হয়েছিল দু’পক্ষ। তারই ভিত্তিতে রাশিয়া এ সিদ্ধান্ত নেয় বলে মনে করা হচ্ছে।

দক্ষিণের শহর খারসেনের দখল নিলেও রুশ বাহিনী এখনো আরো দু’টি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা ও মারিউপোলকে দখল করতে পারেনি। ওই দু’ই শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গেছে।

রাশিয়া যুদ্ধের কৌশল বদলাচ্ছে বলে মনে করা হচ্ছিল। এরপর এ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।

সূত্র : ভারতীয় গণমাধ্যম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877