বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্নিয়া। চলচ্চিত্রে, মিউজিক ভিডিওতে ও স্টেজে গান করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার ঈদকে সামনে রেখে ‘মন খারাপের দিন’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন। ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
সফট রক ধাচের এ গানটিতে সম্প্রতি কন্ঠ দিয়েছেন কর্নিয়া। আগস্টের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমেই গানটি প্রকাশ করা হবে বলে জানা যায়। নতুন এ গান প্রসঙ্গে কর্নিয়া জানান, ‘ফয়সাল রাব্বিকীন ভাইয়ের কথা-সুরে একেবারে অন্যরকম একটি গানে কন্ঠ দিলাম। গতানুগতিক ধারার বাইরের। আমি বেশ উপভোগ করে গেয়েছি গানটি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’ ফয়সাল রাব্বিকীন বলেন, ‘কর্নিয়ার কথা চিন্তা করেই ‘মন খারাপের দিন’ গানটি লেখা ও এর সুর করা। তিনি গানটি গেয়েছেনও দারুণ। এমন একটি প্রজেক্টের জন্য সিডি চয়েজ- এর কর্নধার জহিরুল ইসলাম সোহেল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আগস্টের প্রথম দিকেই ঈদ উপলক্ষে গানটি প্রকাশ হবে।’