শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

‘সরকারের মন্ত্রী-এমপিদের টনক নড়েনি’……?

‘সরকারের মন্ত্রী-এমপিদের টনক নড়েনি’……?

স্বদেশ ডেস্ক: ডেঙ্গুর ভয়াবহতায় মানুষ চরম আতঙ্কে রয়েছে। এরপরও সরকারের মন্ত্রী-এমপিদের টনক নড়েনি। ৩০ জুলাই দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সেলিমা রহমান বলেন, দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এরই মধ্যে দেশের অন্তত ৫০টি জেলায় এ রোগ ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন, ডাক্তারসহ মারা গেছে অনেক মানুষ। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি মেয়র টালবাহানা করছে। তিনি বলেন, গুম, খুন, ধর্ষণ ও লুটপাটে ছেয়ে গেছে দেশ। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। আওয়ামী লীগ সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বিনা দোষে আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। এ সময় অবিলম্বে বিএনপি নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি। অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম প্রামানিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, সহত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলার সাবেক সভাপতি নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ধলু, মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে এবং সহসভাপতি মনোজিৎ কুমার সরকার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877